ধূমকেতু প্রতিবেদক, তানোর : নৈরাজ্য বিশৃঙ্খলা ও নেতাকর্মী দের শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিনের বার্তা পৌছানোর জন্য রাজশাহীর তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলীর নেতৃত্বে কলমা, বাঁধাইড় ও কামারগাঁ ইউনিয়ন ইউপি এলাকায় বিশাল মোটরসাইকেল শোডাউন দেন।
বৃহস্পতিবার দুপুরের পরে কলমা বাজার থেকে শুরু হয়ে বাধাইড় ইউপির কিছু অংশ এবং কামারগাঁ ইউপি তে শোডাউন ও মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। কামারগাঁ ইউপির মালার মোড় ও মাদারিপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী, সাবেক ছাত্র নেতা সুলতান আহম্মেদ। বক্তারা বলেন, ছাত্র জনতার একদফার আন্দোলনে দানবীয় খুনি হাসিনা পালাতে বাধ্য হয়। এবিজয় প্রশ্নবিদ্ধ করতে একটি পক্ষ নৈরাজ্য শুরু করেছে। আমাদের অভিভাবক প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিনের নির্দেশে আমাদের আজকের শোডাউন। তার নির্দেশ কোন ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা আগুন দেয়া ও লুটপাট করা যাবেনা।
যারা এধরণের কাজ করবে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা প্রতিহিংসা বিশ্বাস করিনা। আমরা সৌহার্দ্য সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ছাত্র জনতার আন্দোলনের বিজয় ধরে রেখে নতুনরুপে বাংলাদেশ গড়তে চাই।
কামারগাঁ ইউনিয়ন ইউপির কৃষকদলের সম্পাদক আব্দুর রফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বিপুল সংখ্যাক নেতাকর্মী ও সাধারণ জনতা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew