ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেট্রোপলিটন ও জেলা পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, বাগমারা থানা ৩ জন ও দুর্গাপুর থানা ২ জন জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ২ জনকে মাদকদ্রব্যসহ ৬ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ইব্রাহীম হোসেন ওরফে নয়ন (২৭) কে ০২বোতল ফেন্সিডিলসহ আটক করে। ডিবি পুলিশ রাজশাহী দুর্গাপুর থানা এলাকা হতে গোলাম রাব্বানী (৩৮) কে ২৬গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।