ধূমকেতু প্রতিবেদক : সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে মানববন্ধন করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে রাজশাহী জেলা ইসলামি আন্দোলনের সভাপতি বলেন, সুনাগরিক গড়ার কারখানা শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় দেড় বছর যাবৎ বন্ধ। এভাবে আর কিছুতেই চলতে পারেনা, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে জনসাধারণ, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা সহ সভাপতি শফিকুল ইসলাম, ইসলামফ শ্রমিক আন্দোলন জেলা সভাপতি তারিফ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা মুরশিদ আলম প্রমুখ।