ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় পুলিশের পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে এস.এম. ইলিয়াস খাঁন রাজুকে যৌতুক মামলায় এবং গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী আব্দুল খালেককে। আব্দুল খালেক হাট-মাধনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তার বিরুদ্ধে রাজশাহী কোর্টের একটি মামলায় ওয়ারেন্ট ইসি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
অপরদিকে, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় এস.এম. ইলিয়াস খাঁন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত এস.এম. ইলিয়াস খাঁন রাজু দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামের মৃত রইসুল আলমের ছেলে।
পুলিশ জানায়, তাহেরপুর ডিগ্রী কলেজে চাকরী করে এস.এম. ইলিয়াস খাঁন রাজুর স্ত্রী। তিনিই গত ১৯ সেপ্টম্বর বাগমারা থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে। ওই মামলায় মঙ্গলবার রাতে এস.এম. ইলিয়াস খাঁন রাজুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বুধবার বেলা ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।