ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরে কোভিড-১৯ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ, অসহায় দরিদ্র প্রতিবন্ধী ও ছিন্নমূল জনগোষ্ঠির মাঝে ত্রাণ বিতরণ হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) উরি ব্যাংক অর্থায়নে ও বেসরকারী সংস্থা উদ্দীপনের আয়োজনে মোহনপুর শাখা ব্যবস্থাপক রাজু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ১৩২ জনের মাঝে ১০ কেজি চা, লবণ, পিঁয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, দুইটি সাবান, স্যানিটেশন ও মাস্ক বিতরণ করেন রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক বেলাল হোসেন, বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোমিন শাহ গাবরু প্রমুখ।