ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে সংবর্ধিত করা হয়েছে।
রোববার রাত ৯টায় নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও এসোসিয়েশনের লোগো সম্বলিত জ্যাকেট উপহার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন রাজশাহী জেলার সভাপতি মনিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ সম্পাদক সাদিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এসএ নাসের ডলার।
আরও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী সদস্য নূরুজ্জামান নূরু, খুরশীদ আলম সুইট, শাহ শাকিল উদ্দিন, সোহেল রানা, রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল প্রমুখ।