ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিভিন্ন আয়োজনে দেশের সুখ ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার বিকেলে রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও এর আয়োজনে নগরীর নওদাপাড়াস্থ তাঁর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় বিশপ জের্ভাস রোজারিও‘কে ফুলেল শুভেচ্ছা জানান ও অতিথিদের সাথে নিয়ে কেট কাটেন সিটি মেয়র।
এসময় বক্তব্যকালে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সে সময় সব ধর্মের মানুষ পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা সকলে সব ধর্মের মানুষ নিজেদের মধ্যে শান্তি-সৌহাদ্য-সম্প্রীতি বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, দেশের সর্বক্ষেত্রে এখন উন্নয়ন দৃশ্যমান। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবো।
আরও বক্তব্য দেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন শাহুসহ অন্যান্য অতিথিবৃন্দ।