ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের এক মেম্বার প্রার্থীর সমর্থকের উপরে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে বাগমারায় রাতে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে শ্রীপুর ইউনিয়নের ২ ওয়ার্ডের মেম্বার প্রার্থী আতিকুর রহমান স্বপনের মোরগ মার্কা প্রতিকের নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে একই ওয়ার্ডের প্রতিদ্ব›দ্বী তালা প্রতিকের মেম্বার প্রার্থী ময়েজ উদ্দীনের ভাড়াটিয়া লোকজন সাহাবুল ইসলামের উপরে হামলা চালায়। তাকে একা পেয়ে পথরোধ করে গালিগালাজ করতে থাকে এক পর্যায়ে রামগুইয়া গ্রামের শামীম হোসেন, জাহিদ, নাইম হোসেন এবং মজিদপুর গ্রামের সামিউল, রহিদুল ও লালন মিলে বেধড়ক মারপিট করে। পরে বিবাদী জাহিদের হাতে থাকা একটি পিস্তলের উল্টোটিঠ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে ঘটনান্থলে সাহাবুল ইসলামকে আহত অবস্থায় ফেলে চলে যায়। সেই সাথে সাহাবুলের প্যান্টের পকেটে থাকা একটি স্মার্ট ফোন নিয়ে যায় তারা। খবর পেয়ে আহতের বড় ভাই আব্দুল হান্নান তাকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ভয়ভীতি ও হুমকী অব্যাহত রয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।