ধূমকেতু প্রতিবেদক, রাবি : মেয়াদোত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি করা হবে আগামী জানুয়ারি মাসেই।
মুঠোফোন কেন্দ্রীয় ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও রাবি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নেতা মেহেদী হাসান তাপস এ তথ্য জানান।
তাপস বলেন, ‘এখন আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম শেষ হলেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে রাজশাহীতে যাবো। জানুয়ারি মাসের মধ্যেই রাবি ছাত্রলীগের কমিটি গঠন করা হবে।’
দলীয় সূত্রে জানা যায়, রাবি ছাত্রলীগের ২৫১ জনের কমিটিতে ২৩০ জন নেতাকর্মীই নিস্ক্রিয়। বিয়ে, চাকরি ও অন্যান্য কারণে অন্যত্র চলে গেছেন তারা। হাতে গোনা ২১ জন সিনিয়র পদধারী নেতাসহ নতুন কর্মীদের নিয়ে পাঁচবছর ধরে চলছে মেয়াদোত্তীর্ণ এই কমিটি। গঠনতন্ত্র অনুযায়ী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় চার বছর আগে।
এদিকে নতুন কমিটির দাবিতে ক্যাম্পাসে সরব হয়েছে পদপ্রত্যাশী নেতাকর্মীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দলীয় ট্রেন্ড থেকে নেতাকর্মীরা একটি মৌন মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।
মৌন মিছিল শেষে পদপ্রত্যাশী নেতাকর্মীরা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ এই শাখার কমিটির মেয়াদ চার বছর আগে শেষ হলেও নতুন কমিটি না হওয়া দুঃখজনক। যদি ৫ বছর সম্মেলনই না হয় তবে শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেবেন।
তারা আরও বলেন, আজ থেকে আমাদের আনুষ্ঠানিক আন্দোলন শুরু হলো। এখন থেকে জাতীয় কোন প্রোগ্রাম ছাড়া বর্তমান কমিটির কোন পোগ্রামে আমরা থাকব না।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শাখা ছাত্রলীগের দুই পদের জন্য ৯জন শীর্ষ পদপ্রত্যাশীরা- আগের কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন, হাবিবুল্লাহ নিক্সন, মেজবাহুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, এনায়েত রাজু, মুশফিক তাহমিদ তন্ময়, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল গালিব, উপ-ধর্মবিষয়ক সম্পাদক তাওহীদ দুর্জয়।