ধূমকেতু প্রতিবেদক : মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে নগরীর উপশহরে নিজ বাসভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনিত হওয়ায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান বরেণ্য কথাশিল্পী, সাহিত্যিক ও সংগঠক অধ্যাপক রাশেদা খালেকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন,নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের সদস্য-সচিব প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, প্রক্টর ড. আজিবার রহমান, বাংলা বিভাগের কো-অর্ডিনেটর ড. নূরে এলিস আকতার জাহান, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর নবনিতা ভট্টসহ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সদস্যবৃন্দ।
একই সময় অধ্যাপক রাশেদা খালেক মেয়রপত্নী নারীনেত্রী শাহিন আকতার রেণীকে ফুলেল শুভেচ্ছা এবং তাঁর রচিত ‘বৈশ্বিক নারীবাদী আন্দোলনের রূপরেখা রোকেয়া সাখাওয়াত হোসেন ’ বইটি উপহার দেন।