ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : মোহনপুরের কেশরহাট পৌরসভার ১৩ নং ধামিন নওগাঁ পল্লী সমাজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিকস ক্যাম্পেইন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পল্লী সমাজের সভা প্রধান রোজিনা বেগমের নেতৃত্বে এলাকার সকল নারী, পুরুষ ও শিশুদের ওজন, উচ্চতা, প্রেসার, রক্তের গ্রুপিং পরীক্ষা করে সেবা প্রদান করা হয়।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন, পিও (রিডিং গ্লাস) শাহারুল ইসলাম, নাজমীন বেগম স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি মোহনপুর ব্র্যাক, সহকারী শিক্ষক বিপুল কুমার।
সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন, অফিসার সেলপ রোজিনা আক্তার।