ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গতকাল মঙ্গলবার জামিন না মঞ্জুর করে অপর ব্যাংক কর্মকর্তা স্বামীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক ব্যাংক কর্মকর্তা এসএম মশিউর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র মতে, নগরীর গ্রেটার রোড সোনালী ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার তাসমিন হাসানের ওপর নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগে তার স্বামী অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এস এম মশিউর রহমানকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।
মশিউর রহমান মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসলে জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে আদালত।
এর আগে গত ৩ সেপ্টেম্বর তাসমিন হাসান সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আমার স্বামী অগ্রনী ব্যাংক সার্কেল অফিস আগ্রাবাদ চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম মশিউর রহমান। আমার স্বামী বিশ লাখ টাকা যৌতুকের দাবিতে আমাকে বেদম মারপিট করে। কাপড় আইরন করা ইস্ত্রি দিয়ে আমার হাত পুড়িয়ে দেন। দুই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে চিকিৎসা গ্রহণ করি। সেখান থেকে ছাড়া পেয়ে আমার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারার মামলা দায়ের করি। এরপর থেকে আমার স্বামী আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে।
তিনি আরও বলেন, আমি নগরীর তেরখাদিয়া এলাকায় যে বাড়িতে বসবাস করি সেখানে নানাভাবে হয়রানি করছে। বাড়ি বিক্রি করে দেয়া হবে বলে লোক পাঠাচ্ছে। সে এক সেনা কর্মকর্তার সাবেক স্ত্রীকে বিয়ে করেছেন। আমাকে তালাক দেয়ার আগেই সে এই বিয়ে করে। তার নারী ঘটিত কেলেংকারির বিষয়টি অনেকবার ঘটেছে। তার অনেক নারী বন্ধু ছিল। তাদের সাথে তার শারিরীক সম্পর্ক ছিলো। এসব নিয়ে দীর্ঘদিন ধরে আমার পরিবারে অশান্তি ছিল। আমার এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে এবং স্কুল পড়ুয়া ছেলে রয়েছে।
আমার স্বামী অগ্রনী ব্যাংক সার্কেল অফিস আগ্রাবাদ চট্টগ্রাম শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম মশিউর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার বিষয়ে তার কর্মস্থলে অবহিত করেছি। এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।