ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে মোবাইল কোর্টে দুই মুদি দোকানির অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) বেলা ১১ টায় ধামইরহাট বাজারে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ।
মোবাইল কোর্টের পেশকার মেহেদী হাসান জানান, ধামইরহাট থানা পুলিশের সহযোগিতায় ভোক্তা অধিকার আইনের ৫১ ও ৫৩ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য ও জীবন বিপন্নকারী পণ্য রাখার দায়ে ধামইরহাট বাজারের মুদি দোকানী পাবনা ভ্যারাইটি স্টোর ও মাশরুফা ভ্যারাইটি স্টোর এর তিন হাজার টাকা করে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে এবং সিন্ডিকেট করে পন্য মজুদ ও গ্রাহকের নিকট থেকে পন্যের দান বেশি নেওয়ার অভিযোগ পেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।