ধূমকেতু প্রতিবেদক, লালপুর : গোপালপুর পৌরসভার মেয়র ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলির নামে ফেক ফেসবুক আইডি খোলায় ২০২০ সালে করা ডিজিটাল
নিরাপত্তা আইনের মামলায় শাহাবুল ইসলাম (২৭) নামে এক যুবকের ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত।
বুধবার (২৬ এপ্রিল) আদালত এই রায় ঘোষণা করেন। শাহাবুল ইসলাম উপজেলার কেশবপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ২৯ জুন দন্ডাদেশ প্রাপ্ত শাহাবুল ইসলাম গোপালপুর পৌরসভার মেয়র ও গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্তুজা লিলির নামে ফেক ফেসবুক আইডি খুলে অশ্লীল কথাবার্তা এবং ছবি ব্যবহার করে বাদীকে হেয় প্রতিপন্ন করে। এঘটনায় রোকসানা মোর্তুজা লিলি নিজে বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে আদালত উক্ত রায় ঘোষণা করেন।