ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরপর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেকে এক বছর করে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানা পুলিশ।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।
জানা যায়, দন্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজ পাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন এবং থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনকালে তাদেরকে আটক করে। পরে আটককৃতদের দুজনকেই মোবাইল কোর্টের বিচারক এক বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং বাপ্পির ২শত টাকা ও সুমনের ৩শত টাকা অর্থ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহ সভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মুঠোফোনে বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারো তথ্যের উপর নির্ভর করে সেখানে পুলিশসহ অভিযান চালায়। পরে তাদেরকে দন্ড দেওয়া হয়েছে।
আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধিনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের অধিনে। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারবো না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।
মাদক সেবনের দায়ে উভয় দন্ড প্রদানের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করে মোবাইল কোর্টের বিচারক আতিয়া খাতুন বলেন, আমাদের এধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/