ধূমকেতু নিউজ ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুই শিশু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত।
সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালতের বিচারক সাউদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, মিল্টন (২২), বাহাদুর মিয়া (২২) ও রনি মিয়া (২৫)।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলো, শাহিনুর, জহিরুল ও মালেক।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলো, মো. শামিম, মো. জাকির হোসেন ও আরিফ। এদের মধ্যে আরিফ পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শিশু শাকিল (১১) ও ইমরানকে (১১) অপহরণ করে মুক্তিপণ দাবি করে আসামিরা। মুক্তিপণ না পেয়ে তিন দিন পর ২৯ জানুয়ারি ওই শিশুকে গলা কেটে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত এক শিশুর মা ওই দিন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় হলো।