ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে সীসা উৎপাদন করায় জাহাঙ্গীর আলম সেলিম নামের একজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সে কাহালু উপজেলার জামগ্রামের আব্দুল গাফফার সরদারের ছেলে।
জানা যায়, উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে দীর্ঘ দিন ধরে সীসা উৎপাদন করে আসছিল জাহাঙ্গীর আলম সেলিম। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১ টায় ওই কারখানায় গিয়ে তাকে আটক করে।
এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে জাহাঙ্গীর আলম সেলিমকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।