ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের ভার্চুয়াল আদালতগুলোতে ১১ কার্যদিবসে ৩৬ হাজার ২৪০টি মামলায় শুনানি শেষে ২০ হাজার ৩৯ জন আসামি জামিন পেয়েছেন।
|আরো খবর
চড়া দামে ফল বিক্রি, ১১ ব্যবসায়ীকে জরিমানা
বিএসএমএমইউতে ২০ হাজার লিটারের অক্সিজেন ট্যাংক স্থাপনের নির্দেশ
বসুন্ধরার এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার সাইফুর রহমান। এদিকে গতকাল ২৭ এপ্রিল সারাদেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ২ হাজার ৭২৮টি জামিনের আবেদন নিষ্পত্তি হয়। ১ হাজার ৩৯৫ জন আসামিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। আর শিশু আদালতে ১১ কার্যদিবসে জামিন হয়েছে ২৪৬ শিশুর।
করোনা পরিস্থিতি মোকাবেলা গত ৫ এপ্রিল থেকে সীমিত পরিসরে আদালত বসানোর সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্ট প্রশাসন। বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি কোর্ট ও হাইকোর্ট বিভাগের ৬টি বেঞ্চ ভার্চুয়ালি মামলার শুনানি করছে। সারাদেশের মহানগর জেলা পর্যায়ের আদালতগুলোতে সার্বক্ষণিক একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।