ধূমকেতু প্রতিবেদক : ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিহত গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২৭ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। রাষ্ট্র পক্ষের ২২জন সাক্ষী এবং আসামী পক্ষের ২জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ রায় ঘোষণা করা হয়। রোববার বেলা ১১ টায় আসামী পক্ষ ও রাষ্ট্র পক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল রাজশাহীর বিচারক অনুপ কুমার।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মালিগাছা গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে অসীম রেজা, মোস্তাক আহম্মেদ ওরফে মেরাজ, মৃত গোলাম মোস্তফার ছেলে শরিফ দুলাল ওরফে সেতু, ধরমপুর গ্রামের শেখ সামাদের ছেলে জাহির ও পালপুর এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে আবু সুফিয়ান। এই ৫ জন দণ্ডপ্রাপ্ত আসামীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় ১ জনকে ১০ বছরের কারাদণ্ড সেই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড আনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মালিগাছি এলাকার রায়হান আলীর ছেলে মিনারুল ইসরাম ওরফে মিলন।
এ মামলায় ৪ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ধরমপু গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে বুলবুল, মৃত সাজাহানের ছেলে মীরকাশিম ওরফে সাহেদ, মৃত ইমাম মন্ডলের চেলে লাভলু, মৃত সাজাহান আলীর ছেলে ভকত আলী।
এছাড়াও এই মামলায় ১৮ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, মালীগাছা গ্রামের মৃত লায়েব আলীর ছেলে মাসুম আক্তার স্বাধীন, মৃত কায়েম উদ্দিনের ছেলে বয়েন উদ্দিন, নাস্তার আলীর ছেলে সানাউল্লাহ,জকিম আলীর ছেলে সাকিম উদ্দিন, রায়হান আলীর ছেলে বশির আহমেদ বাবু, মৃত মনসুর রহমানের ছেলে শফিকুল ইসলাম, ধরমপুর গ্রামের শমশেরের ছেলে গোলাম নবী জিতু, আতাউর রহমানের ছেলে আব্দুল খালেক, আ: জব্বারের ছেলে মামুন হাসান,বাসির আলীর ছেলে টনিক, ধরমপুর সরকার পাড়া গ্রামের আল্লামের ছেলে ইউনুস আলী, গড়ডাইং গ্রামের তোসিরে ছেলে কালাম, পালপুর গ্রামের আজাহার আলীর ছেলে হিটলার, গোলাম জিলানীর চেরে গোলাম দস্তগীর রানা, সাইদুল ইলামের ছেলে রনি আহমেদ, মৃত আব্দুল মজিদের ছেলে গিয়াস উদ্দিন, কাজীহাটা গ্রামের মোহরাব আলীর ছেলে মুক্তার আলী, মোয়াজ্জেম আলীর ছেলে, আকবর আলী। আসামীদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই মামলায় বাকী ৭ জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। খালাস প্রাপ্তরা হলেন লন মালীগাছা গ্রামের মৃত এনামুল হকের ছেলে ডালিম, মৃত জকিম উদ্দিনের ছেলে সাকাওয়াত হোসেন, রায়হান আলীর ছেলে আমিনুল ইসলাম, ভকত আলীর ছেলে শিহাব, পালপুর গ্রামের গোলাম রাব্বানির ছেলে ওমর ফারুক জিহাদী, ওমর আলীর ছেলে মিলন, কাজী হাটা গ্রামের ফজলুর রহমানের ছেলে আ: মালেক পান্না।
আদালতে রায় ঘোষণার সময় মোট ৩৫ জন আসামীর মধ্যে ৩৩ জন আসামী কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকী ২ জন আসামীর মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপপ্ত আসামী অসীম রেজা পলাতক রয়েছেন। আর বাকী একজনের সময়ের দরখাস্ত দেয়া হয়েছে।