ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন এলাকায় বেশি দামের আশায় আগাম ভূট্টার ক্ষেত পরিচর্যায় মাঠে ব্যস্ত সময় পার করছেন উপজেলার চাষিরা।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের মাঠ সরিষার পাশাপাশি ভূট্টার চাষাবাদে ভরে উঠেছে।
উপজেলার শ্রীদাসগাতী গ্রামের কৃষক গোলাম মোস্তফা জানান, আমার এক বিঘা জমিতে আমন ধান কেটেই ভূট্টার চাষাবাদ করেছি। ফলনো বেশ ভালই দেখা যাচ্ছে। তবে পোকার আক্রমন যেনো না হতে পারে তাই পোকা দমনে বিশ প্রয়োগ করছি।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে ভূট্টার বাম্পার ফলনের সম্ভাবনা আশা করছেন উপজেলার অধিকাংশ ভূট্টার চাষীরা।