ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের কৃষকের মাঠ ভরে গেছে সরিষার হলুদ ফুলে। উপজেলার কৃষকের মাঠের যেদিকে তাকানো যায় সেদিকেই চোখে পড়ে সরিষার হলুদ ফুলের সমারোহ। এ যেনো এক অপরুপ দৃশ্য।
শীতকালের অগ্রাহয়ণ মাস এলেই যেনো হলুদে হলুদে ভরে যায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের মাঠ। এই সময়ে অনেকেই সরিষার জমিতে মৌমাছি চাষ করেও লাভবান হচ্ছেন। সরিষার হলুদ ফুলেও মৌমাছিদের আনাগোনা লক্ষ করা গেছে চোখে পড়ার মতো।
শুক্রবার (২৩ ডিসেম্বর) ছুটির দিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র।
উপজেলার ভ্রম্যগাছা ইউনিয়নের কৃষক নজরুল ইসলাম জানান, আমার বেশ কিছু জমিতে সরিষা বপন করেছি। বেশ ভালো হয়েছে। আশা করছি ভালো ফলন পাবো। তাছাড়া উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও সার্বিক সজযোগিতা অব্যাহত থাকলে আগামিতে এর চাইতেও বেশি সরিষা বপন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই কৃষক।
এদিকে উপজেলার নলকা ইউনিয়নের আরেক কৃষক বলেন, বিগত বছরের চেয়ে এবার অনেকগুন বেশি সরিষার আবাদ হয়েছে। বর্তমান বাজারে তেলের দাম বেশি হওয়ায় উপজেলা কৃষি অফিস চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করছেন।
এছাড়াও বিভিন্ন পরামর্শও দিচ্ছেন। এবার আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার উৎপাদনের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন উপজেলার কৃষকেরা।