ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর শিবনদী বিলে বোরো ধানের জমিতে কৃষকের সেচ কাজে ভরসা ডবকা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের জমিতে বোরো ধানে সেচ দিচ্ছেন খাল থেকে ডবকা দিয়ে।
রোববার (২৬ ফেব্রুয়ারী) বিকেলে শিবনদী বিলে গিয়ে দেখা যায় কৃষকদের এমন ডবকা দিয়ে বোরো জমিতে সেচ দেয়ার দৃশ্য। অথচ কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে বোরো জমিতে কৃষকের সেচ দেয়ার একমাত্র ভরসা ডবকা ও জাত। একসময় এ ডবকা ও জাত দিয়ে ভোর থেকে দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বিলের বোরো জমিতে সেচ দিতেন কৃষকরা। কিন্তু বর্তমানে আধুনিক যুগে সেচ দেয়ার জন্য বিভিন্ন সেচ মেশিন ব্যবহার করছেন কৃষক। এতে করে আধুনিক যুগে একদিকে সময় ও শ্রম দেয়া থেকে রক্ষা পাচ্ছেন কৃষক।
অন্যদিকে দ্রুত জমিতে সেচ দিতে পারছেন কৃষকরা। ফলে দূর্ভোগের দিন শেষ হয়েছে কৃষকদের মাঝে।
রোববার বিকেলে শিবনদী বিলের বোরো জমিতে ডবকা দিয়ে সেচ দেয়া কৃষক মোকলেছুর রহমানের সাথে কথা বলা হলে তিনি বলেন, বিলের জমিতে বোরো ধান চাষে পানির সেচ দিতে ব্যাপক কষ্ট হয়। বিলের জমিতে বছরে একবার বোরো ধান চাষ হয়। সেজন্য বিলে তেমন সেচ ব্যবস্থা না থাকায় খরা মৌসুমে খাল বেঁধে পানি জমা রেখে সেই পানি জমিতে ডবকা দিয়ে সেচ দিতে হয়। আর দু’একজনের ব্যক্তিগতভাবে বানিজ্যিক মটর স্থাপন করা থাকলেও হার বেশির জন্য মটর পাম্প দিয়ে সেচ দিতে পারেন না কৃষকরা।
কৃষক আইয়ুব আলী জানান, অনেক কৃষক বিলের জমিতে বোরো ধান চাষ করে সারাবছর জীবিকা নির্বাহ করে থাকেন। পাশাপাশি বিলে মাছ শিকার করে মৎস্যজীবী জেলেরা জীবিকা নির্বাহ করে থাকেন। দিন দিন যে ভাবে বিলের খাড়িও ভরাট হয়ে যাচ্ছে তাতে বিলের খাড়ি খনন করা নাহলে বিলের জমিতে কৃষকের বোরো ধান চাষ করা অসম্ভব হয়ে পড়বে। সাথে জেলেদেরও জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়বে। তাই সরকারের সুদৃষ্টি দিয়ে যদি বিলটি খনন করা হয় তাহলে একদিকে কৃষক বাঁচবে অন্যদিকে খাদ্যের অভাব অনেক টা দূর হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, তানোরের বিলে অনেক জমিতে বোরো ধান চাষ করা হয়,কিন্তু বিলে সেচ মটর আছে কি না সে বিষয়ে আমার জানা নেই, বর্তমান সরকারের আমলে কৃষকের উন্নয়নে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ ভূমিকা রেখে কাজ করেছে। কৃষকের সুবিধার জন্য আমার সর্বোচ্চ দিয়ে বিলের জমিতে বোরো চাষের জন্য সেচ দেয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো।