ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সামনে ঝড় বৃষ্টির আশংকায় চলতি বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষাণ-কৃষাণী ও কৃষকেরা।
উপজেলায় এবার চলতি মৌসুমে বোরো ধান চাষে বাম্পার ফলন হয়েছে। বোরো মৌসুমের ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষাণীরা। এবার ফলন ভালো হওয়ায় তাদের মুখে যেন হাসির ঝিলিক লেগেছে। ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকেরা।
গত বারের মতো কিছুটা শ্রমিক সংকট থাকার পরও একটু বাড়তি শ্রম দিয়েই ধান কেটে ঘরে তুলে নিচ্ছেন কৃষকরা। আনন্দের সাথে ধান কেটে মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। সেই সঙ্গে কৃষাণীরাও বসে নেই। তারাও মনের আনন্দে ধান শিদ্ধ করে রোদে শুকিয়ে গোলায় তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবার অনেকেই ধান মাড়াই করে চাউল বের করে খাবারের জন্যও রেখে দিচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগাম সময়ে যারা বোরো ধান রোপণ করেছেন, সেই সব কৃষকের ধান কাটা প্রায় শেষ। আবহাওয়া অনুকূলে থাকা ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সারবিক সহযোগিতায় চলতি বোরো ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষাণ-কৃষাণী ও কৃষকেরা।