ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : ভুট্টার পাশাপাশি মাসষকলাই চাষে আশার আলো দেখছেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কৃষকেরা।
এই এলাকায় ভুট্টাসহ অন্যান্য ফসলের পাশাপাশি দিন দিন বাড়ছে মাষকলাইয়ের চাষ। বিশেষ করে উপজেলার চরবেষ্টিত এলাকায় এবার মাস কলাই চাষ বেশি হয়েছে।
এর আগে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের দু’পাশে মাষ কলাইয়ের ব্যাপক চাষ করা হতো। এবার সড়কের দু’পাশে মাষকলাই চাষ তেমন দেখা না গেলেও দেখা গেছে কৃষকের বিভিন্ন জমিতে।
স্থানীয় এক কৃষিকর্মকর্তা জানান, কম খরচে, দেশি জাতের চেয়ে বারি-৩ জাতের মাষ কলাই চাষে ভাল ফলন হয়েছে। গাছে রোগ-বালাইও হয়নি।
উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের নজরুল ইসলাম জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ও উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সার্বিক সহযোগিতায় এবার মাষকলাই চাষ বেশ ভাল হয়েছে। তবে মাষকলাই ঘরে তুলতে এখনো বেশ কয়েকদিন সময় লাগতে পারে।
কৃষি প্রনোদনা পেলে আগামীতে আরও বেশি জমিতে মাষকলাই চাষ করবেন বলে জানান, উপজেলার অধিকাংশ কৃষকেরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew