ধূমকতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মধু চাষিরা এখন সরিষার ক্ষেত থেকে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। বলা যায় এই মূহর্তে মৌ চাষীরা ব্যস্ত সময় পার করছেন। রায়গঞ্জ উপজেলার নলকাসহ কিছু কিছু ইউনিয়নের মাঠের পর মাঠ সবুজের সমারহ। চোখ মেললেই যেনো দু’ চোখ জুড়িয়ে যায়।
এর মধ্যেই জীবিকা নির্বাহের জন্য সরিষা ফুলের মধু সংগ্রহ করতে ক্ষেতের পাশেই পোষা মৌ মাছির শত শত বাস্ক নিয়ে হাজির হয়েছেন মৌ চাষিরা। মৌ চাষিরা মূলত পছন্দের একটি সরিষা ক্ষেতের পাশে খোলা জায়গায় চাক ভরা বাস্ক ফেলে রাখেন। এক একটি বাস্ক্রে ৮— ১০ টি মোম দিয়ে তৈরী মৌ চাকের ফ্রেম রাখা হয়। প্রতিটি মৌ বাস্কের ভিতর রাখা হয় রাণী মৌমাছি ফুল থেকে মৌ মাছিরা মধু এনে বাস্কের ভেতরের চাকে জমা করে।
একটি বাস্কে একটি রাণী মৌমাছি রাখা হয়। রাণী মৌ মাছির কারণে ওই বাস্কে মৌ মাছিরা আসতে থাকে। চাকের বাস্কের মাঝখানে একটি ছিদ্র রাখা হয়। সেই রাস্তা দিয়ে মৌ মাছিরা আসা যাওয়া করতে থাকে। এসব বাস্কে পালিত মৌমাছিরা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে মৌ বাস্কে জমা করে। আর এই মৌ বাস্কে জমা করা মধু সংগ্রহ করে একদিকে যেমন আর্থিক ভাবে লাভবান হচ্ছেন, অন্যদিকে দূর হচ্ছে বেকারত্ব।
এই মধু দেশের বিভিন্ন স্থান সহ বিদেশে ও বিক্রি হচ্ছে। নলকা গ্রামের মৌ চাষি শহিদুল ইসলাম বলেন, আমরা বছরে ৪ মাস মধু সংগ্রহ করে থাকি। আকার ভেদে এক একটি বাস্কে ২০ থেকে ৩০ কেজি মধু পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মতে সরিষা ক্ষেতের পাশে মৌমাছি দারা মধূ সংগ্রহের ফলে সরিষার ফলন ১০% বৃদ্ধি পায়। এর ফলে সরিষার ফলনও ভালো হয়। সরিষার ক্ষেত থেকে বিনা খরচে মধু সংগ্রহ করে মৌ চাষীরা অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে ক্ষেতে মধু চাষ করায় সরিষার ফলনও ভালো হচ্ছে।