ধূমকেতু নিউজ ডেস্ক : আজ রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে নঁতের মাঠে খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
এই ম্যাচের পর আন্তর্জাতিক সূচির বিরতিতে যাওয়ার আগে লেইপজিগ ও রেনের সঙ্গে দুইটি ম্যাচ খেলবে পিএসজি। ২০ নভেম্বর থেকে বছর শেষ হওয়া পর্যন্ত আরও ১০টি ম্যাচ খেলবে এমবাপ্পেরা।
ব্যস্ত সূচির মধ্যে বারবার ম্যাচ খেলার বিষয়টি ভালো চোখে দেখছেন না পিএসজি কোচ থমাস টুখেল।
এভাবে ফুটবলারদের মেরে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
টানা খেলার মধ্যে থাকায় বিশ্রামের সুযোগ না পেয়ই দলের সেরা তারকা নেইমার ইনজুরিতে পড়েছেন বলে মনে করেন টুখেল।
এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘আমরা খেলোয়াড়দের মেরে ফেলতে চলেছি। আমি এটা সবসময়ই বলি। আমরা তাদের মেরে ফেলতে চলেছি এভাবে যে, প্রস্তুতি-পারফরম্যান্স-রেস্ট; এ তিনটি বিষয় একে অপরের পরিপূরক। যেটা এখন ব্যস্ত সূচিতে পাওয়াই যায় না।’
ফুটবলে সেরা খেলোয়াড়দের ওপর এটা বাড়তি চাপ বলে মনে করেন টুখেল। এতে পূর্ণ উদ্যম ফিরে পেতে খেলোয়াড়রা সময় পান না বলে জানান টুখেল।
টুখেল বলেন, ‘এটা কোনো গোপনীয় কিছু নয়। খেলাধুলায় প্রস্তুতিটা বড় একটা বিষয়। এটা ইনজুরি এবং পারফরম্যান্সকে নিয়ন্ত্রণ করে। প্রস্তুতি ছাড়া খেলোয়াড়রা আরও বেশি ভঙ্গুর হয়ে পড়ে, যে কারণে তাদের ঠিকভাবে সামাল দেয়া যায়। এটা কোনো অজুহাত নয়, বাস্তবতা।’
খেলোয়াড়দের বিশ্রাম নিতে বা চাপ কমিয়ে প্রস্তুতি নিতে সমাধান খোঁজা হবে বলে জানান পিএসজি কোচ।
তথ্যসূত্র: গোল ডট কম