ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘ ১০ বছর পর বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল (বিপিএল) লীগের আসর বসতে চলেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ও রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের যৌথ উদ্যোগে শনিবার (১৯ ফেব্রুয়ারী) থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১২টি ফুটবল দল নিয়ে টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের আসর (বিপিএল) এর বসার অপেক্ষায় শুধু শুরু হতে বাকী।
অংশ গ্রহণকারী দলগুলি যথাক্রমে স্বাধীনতা ক্রীড়া সংঘ, চট্রগাম আবাহনী ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ পুলিশ এফসি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা এস কে সি, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, উত্তরা বারিধারা ক্লাব, বসুন্ধরা কিংস, রহমতগঞ্জ এম এফ এস, শেখ রাশেল ক্রীড়া চক্র লিমিটেড, শেখ জামাল ডিসি লিমিটেড, আবাহনী লিমিটেড ঢাকা, স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্রগাম আবাহনী ক্রীড়া চক্র।
বিকেল ৩টায় উদ্বোধনী দিনে স্বাধীনতা ক্রীড়া সংঘ ও চট্রগাম আবাহনী ক্রীড়া চক্র অংশ নেবে।
দীর্ঘ কয়েক বছর পরে রাজশাহীতে একটি বড় ধরনের ফুটবলের আসর বসছে বলে জানান, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী।
তিনি জানান, এই খেলাকে কেন্দ্র করে মাঠ ও গ্যালারীসহ অন্যান্য সংস্কার কাজগুলি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সেই সংগে তিনি জানান ভিআইপি সংরক্ষিত রাখা হয়েছে আর বাকী গ্যালারীগুলি খেলা দেখার স্বার্থে জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে ও প্রেসবক্স সাংবাদিকসহ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এই খেলা উপভোগ করার জন্য তিনি রাজশাহীবাসীকে অনুরোধসহ সাংবাদিকবন্ধুগণকে খেলার প্রচার করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করেছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী অনু।