ধূমকেতু প্রতিবেদক : শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেঢিয়ামে শেখ কামাল ইয়াং টাইগার জাতীয় ক্রিকেট লীগের চারদিনের ম্যাচ মঙ্গলবার (১২ এপিল) শুরু হয়েছে।
টসে হেরে ইস্ট জোন ব্যাট করতে নেমে ১ম ইনিংসে ৮৩ ওভারে সবকটি উইুকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। শুরুতেই ওপেনিংস ব্যাটসম্যানদ্বয় দাড়াতে পারেনি মাঠে রেজাউন মাত্র ১৬ ও আতিকুর রহমান ২ রান করে মাঠ ত্যাগ করে।
এরপর ৩য় স্থলে আসে হিমায়েত সে ১৬৫ বলে ৫৭ ও লুলকারিং ডলোন ৬৬ রানে ৪৭ রান করে ফিরে যায়।
এছাড়াও আহরিয়ার আমিন ১৮ রান করেন। সাউথ জোনের পক্ষে আসিফ আজাদ ৪৮ রানে ৪টি, পারভেজ রহমান ৫২ রানে ২টি ও একান্ত শেখ ২৫ রানে ২টি উইকেট নেন।
জবাবে সাউথ জোন ব্যাট করতে নেমে ১ম ইনিংশে ৫ ওভারে ১উইকেট হারিয়ে দিন শেষে ১২ রান করে। দলের পক্ষে মিকালিল ১৮ বলে ৭ রান করে অপরাজিত থাকে।
মাইনুল ইসলাম ৭ বলে ৪ রানে মাঠ ত্যাগ করে। আসে মাহবুবুর রহমান সে ৫ বল খেলে ১ রান করে অপরাজিত থাকে। ইস্ট জোনের মাকসুদুর রহমান ৩ রানে দিয়ে ১টি উইকেট নেন।