ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ জুন ২০২২ বুধবার উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় সভাপতিত্ত করেন উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ আব্দুল করিম খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল করিম প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও অধ্যাক্ষ রফিকুল ইসলাম নান্নু।