ধূমকেতু প্রতিবেদক : চাপাইনবয়াবগঞ্জের ভোলাহাট পাবলিক ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ফাইনাল খেলায় ফুটানি বাজার ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিএসডি ঢাকা ফুটবল দল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এসময় প্রধান অতিথি রাসিক মেয়রকে আয়োজকের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভোলাহাট পাবলিক ক্লাবের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ, ১নং ভোলাহাট ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার হোসেন রজব এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট উপজেলার নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ২নং গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ্, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলার সহ সভাপতি আব্দুল খালেক, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বিষয়ক সম্পাদিকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, ৩নং দলনলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, ১নং ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহতাব উদ্দিন উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ, ভোলাহাট, ভোলাহাট পাবলিক ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন।