ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকেলে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি।
সভায় আরও বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, গোটগাড়ী শহীদ মামুন সরকারী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, প্রধান শিক্ষক আকরাম হোসেনম প্রধান শিক্ষক সদরুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান মিঠু প্রমুখ।
শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।