ধূমকেতু প্রতিবেদক, বাঘা : আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, শিক্ষার পাশাপাশি খেলা ধুলার কোন বিকল্প নাই। ফুটবল খেলা বাংলাদেশের মানুষের কাছে একটি জনপ্রিয় খেলা। খেলাধুলা বিনোদনের একটি অংশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যেকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করেছিলেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক পর্যায় বালক-বালিকাদের নৈতিক বিকাশ সাধন ও সু-নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষে এই খেলা-ধুলার উদ্যোগ নেন। তখন রাজশাহী অঞ্চলে কতিপয় মৌলবাদীদের বাধার মুখে এ অঞ্চলে খেলা অনুষ্ঠিত হয়নি। এখন সারাদেশব্যাপী এ খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল টুর্ণামেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছে। বিনোদন প্রিয় মানুষ কখনো অন্যায় কাজ করতে পারেনা। শুধু বালক-বালিকা নয়, বড়রাও খেলার জগতে সুনাম অর্জন করুক। নারীর ক্ষমতায়নে দেশ অনেক এগিয়ে। সামনের দিকে আরো বড় সফলতা বয়ে আনবে।
বাঘা উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক সানাউল্লাহ, জেলা শিক্ষা অফিসার সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আাশরাফুল ইসলাম বাবুল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মামুনুর রশিদ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, আড়ানি পৌর মেয়র মুক্তার আলী, অধ্যক্ষ নছিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা তিলু, সিরাজুল ইসলাম মন্টু, ওয়াহিদ সাদিক কবীর, শাহিনুর রহমান পিন্টু ও ইউপি চেয়রম্যানসহ শিক্ষক-শিক্ষার্থী।
বালকদের বঙ্গবন্ধু টুর্ণামেন্ট- খেলায় বাউসা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আড়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকাদের বঙ্গমাতা টুর্ণামেন্ট-এ ঝিনা সরকারী প্রাথমিক বিদ্যলয় ১-০ গোলে চক-আমোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি (পুরুস্কার) তুলে দেন প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ।
উল্লেখ্য, জেলায় অংশগ্রহণের জন্য চ্যাম্পিয় দলকে আর্থিক সহায়তা করেছেন প্রতিমন্ত্রী।