ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে রেড ড্রাগন ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে হিমেল গ্রæপ চ্যাম্পিয়ন এবং দ্বীপ গ্রæপ রার্নার আপ হয়।
গত শুক্রবার সন্ধ্যায় ইউনিক প্লাস মডেল একাডেমী মাঠে নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল হাসান রানা।
তিনি বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষায় খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা চর্চায় যুব সমাজ ব্যস্ত থাকলে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। যত বেশী ক্রীড়ার চর্চা হবে তত বেশী যুব সমাজ মাদক থেকে দূরে সরে যাবে। এ জন্য যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে মানসিক ও শারীরিক যোগ্যতায় অবদান রাখতে হবে।
তিনি আরও বলেন, যে জাতি খেলাধুলায় যত উন্নত তারা পৃথিবীতে তত বেশি বিকশিত হয়েছে। তিনি নিয়ামতপুরের রেড ড্রাগন ক্লাব কমিটিকে এ ধরনের খেলার আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যাহত রাখতে আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি সাদ্দাম হোসেন সুমন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ন কবির।
এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপজেলার মোট ৮টি টিম আংশগ্রহণ করে।