ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায়, জেলা ক্রীড়া অফিসের তত্বাবোধানে ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গতকাল সোমবার বিকেলে অনুর্ধ-১৪ নারীদের মাসব্যাপী হকি প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল।
তিনি বলেন, খেলাধুলা করলে মন ও স্বাস্থ সুন্দর থাকে কোন কাজে বাধা আসেনা। আজ তোমরা প্রশিক্ষনে অংশ নিয়েছো যা খেলাধুলার প্রথম ধাপ । এর থেকে তোমাদের একজন ভালো খেলোযাড়ে পরিনত হতে হবে যেন রাজশাহীসহ দেশ ও জাতী তোমাদের জন্য গর্ব করতে পারে। তিনি তাদের প্রশিক্ষনকালীন সময় কষ্ট না হয় সেদিক বিবেচনা করে ২০ হাজার টাকা প্রদানের অঙ্গিকার করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার ১০ হাজার, জেলা হকি সমিতির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মাহফুজুল আলম ১০ হাজার ও সংস্থার সহ-সভাপতি লিয়াকত আলী ৫ হাজার টাকা প্রদানের অঙ্গিকার করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মুহাম্মদ শরিফুল হক, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ওয়াহেদুন নবী, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) খায়রুল আলম ফরহাদ, যুগ্ম-সম্পাদক (ক্রীড়া) মোঃ রেজাউল ইসলাম বাবুল, কোষাধ্যক্ষ সিরাজুর রহমান খান, নির্বাহী সদস্য মীর তৌফিক আলী ভাদু, শেখ আনসারুল হক খিচ্চু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা রাফিকা খানম ছবি, নির্বাহী সদস্য সরিফুর রহমান নুরুল হক, এস এম আরিফ রতন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষনাথীদের মাঝে প্রশিক্ষন সামগ্রী বিতরণ করেন। এই প্রশিক্ষন শিবিরে ৩০ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করছে। তাদের জাতীয় দলের খেলোয়াড় শ্রী প্রশান্ত রায় ও নুরুল আমিন চন্দন প্রশিক্ষন প্রদান করবেন।