IMG-LOGO

সোমবার, ২৪শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জিলহজ ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আগামী দিনে তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে’মারা গেছেন ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়াএকাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা‘এবার হজ চলাকালীন মারা গেছেন ১৩০১ জন’রাশিয়ার দাগেস্তানে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ১৫ পুলিশ নিহত‘২০৩০ সালের মধ্যে যক্ষ্মারোগ দূর করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’চীনকে হারিয়ে আবারও এএইচএফ কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশখালেদা জিয়ার হার্টে ‘পেসমেকার’ বসানো হচ্ছে‘মানুষের ভাগ্য বদলানোর জন্য আ.লীগের জন্ম’২৪ ঘণ্টায় মিলবে ওমরাহ ভিসা‘আমি তো অভিনয় ছাড়া আর কিছুই পারি না’‘বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির তোষণ না করলে দেশ আরও এগিয়ে যেতো’‘শেখ হাসিনা ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’’পোরশায় আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Home >> খেলা >> লিড নিউজ >> টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার বড় সংগ্রহ

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু, যুক্তরাষ্ট্রের বিপক্ষে কানাডার বড় সংগ্রহ

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে আইসিসির দুই সহযোগী সদস্য স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকরা। আর ব্যাট হাতে নেমে বোলারদের ব্যাপক শাসন করে যুক্তরাষ্ট্রকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তাদের পার্শ্ববর্তী দেশ কানাডা।

২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ। যেখানে সহআয়োজক হিসেবে আছে আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা ছাড়াও আরও ৮টি আইসিসির সহযোগী দেশ খেলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে।

বাংলাদেশ সময় রোববার সকাল ৬টায় ৩০ মিনিটে দুই প্রতিবেশী দল যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ডালাসে বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রথমে ব্যাট করতে নেমে ১৬ বলে ২৩ রান করে আউট হন প্রগত সিং। তবে নভোনীত-নিকোলাস কির্তন জুটি থেকে এসেছে ৬২ রান। অর্থাৎ, ওভারপ্রতি ১০ রান করে নিয়েছেন দুই কানাডিয়ান ব্যাটার।

নভোনীত তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম ফিফটি। ৬১ রানের ইনিংসে ছিল ৬ চার আর ৩ ছক্কার মার। ১২৮ রানে তিনি ফিরে গেলেও কির্তন ছিলেন অবিচল। ৩০ বলেই ফিফটি তুলে নেন। দলকে পৌঁছে দেন শক্ত অবস্থানে। যদিও ৫১ রানেই থামতে হয় তাকে।

কির্তনের আউটের পরেই খানিকটা ধাক্কা খায় কানাডা। যুক্তরাষ্ট্রও আশা পায় ম্যাচে ফেরার। কিন্তু শেষ দুই ওভারে ৩৫ রান নিয়ে ম্যাচটাকে আবারও নিজেদের করে নেন শ্রেয়াশ মোভা এবং দিলপ্রীত বাজওয়া। শ্রেয়াশ খেলেছেন ১৬ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস। আর বাজওয়া উপহার দিয়েছেন ৫ বলে ১১ রানের ক্যামিও।

তাতেই ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড়ায় কানাডার।

যুক্তরাষ্ট্রের হয়ে আলি খান, হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন পেয়েছেন ১টি করে উইকেট।

যুক্তরাষ্ট্র একাদশ : স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, জসদীপ সিং, আলী খান, সৌরভ নেত্রভালকর।

কানাডা একাদশ : অ্যারন জনসন, নবনীত ধালিওয়াল, পারগট সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মভভা (উইকেটরক্ষক), দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, ডিলন হেলিগার, কলিম সানা, জেরেমি গর্ডন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news