ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শুরু থেকেই অফফর্মে ছিলেন সাব্বির রহমান রুম্মন। তিন ম্যাচে তার রান ছিল ৫, ০ আর ৭।
তবে বাঁচা-মরার লড়াইয়ে আর নিস্প্রভ রইলেন না তিনি। করলেন অনবদ্য এক হাফসেঞ্চুরি।
সাব্বিরের ঝড়ো ফিফটির সুবাদে জেমকন খুলনাকে ১৮০ রানের বড় টার্গেট ছুড়ে দিল বেক্সিমকো ঢাকা।
আজ ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৫৬ রান করেছেন সাব্বির। এই রানে ৫ বাউন্ডারি আর ৩ ছক্কার মার ছিল।
বৃহস্পতিবার প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
আর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসানকে তুলোধোনো করলেন ঢাকার মোহাম্মদ নাইম।
সাকিবের এক ওভারে ৪ ছক্কা হাঁকালেন তিনি। ডাউন দ্য ট্র্যাকে নেমে সাকিবের প্রথম বলকে ফুটটাস বানিয়ে লম্বা ছক্কা হাঁকান নাঈম। পরের বলের ফলাফর ছিল যেন প্রথম বলের রিপ্লে।
ঠিক একইভাবে উড়িয়ে সীমানা পাড় করেন নাঈম। তৃতীয় বলে দুই রান নিয়ে ফের স্ট্রাইকে আসেন নাঈম।
এর মাশুল গুণতে হয় সাকিবকে। চতুর্থ বল ডট দিতে পারলেও পঞ্চম ও ৬ষ্ঠ বলে পর পর দুটি ছক্কা হাঁকান নাঈম।
সব মিলিয়ে সাকিবের ৬ বলে ২৬ রান করেন মোহাম্মদ নাঈম।
এমন রানের বন্যা বইয়ে ৩৬ রান করে শহীদুল ইসলামের বলে আউট হন নাঈম। ৩ ওভার করে ৩৬ রান দিয়েছেন সাকিব। বিপরীতে কোনো উইকেট পাননি।
নাঈমের কাছে সাকিব তুলোধোনা হলেও খুলনার বোলাদের সমানে পিটিয়েছেন ঢাকার আরেক ওপেনার সাব্বির রহমান।
৩৪ বলে অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। আজকেরও চমৎকার খেলছেন যুব দলের অধিনায়ক আকবর আলী।
মাত্র ১৩ বলে চার ছক্কা হাঁকিয়ে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি।
সাব্বির-আকবর ছাড়াও ২৫ বলে ৩৬ রানের চমৎকার ইনিংস খেলেছেন আল-আমিন।
নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে হারিয়ে ১৭৯ করেছে বেক্সিমকো ঢাকা।
আজ উইকেট পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ৪ ওভার করে ২৬ রান দিয়ে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহীমের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই সাবেক টাইগার অধিনায়ক।
৪ ওভার করে ৩১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন শহীদুল ইসলাম।
জবাবে ১৮০ রানের লক্ষ্যে ব্যাট করছে জেমকন খুলনা। মাত্র ৮ রান করে আউট হয়েছেন সাকিব আল হাসান।
১১ বলে ২১ রান করে খেলছেন ওপেনার জহিরুল ইসলাম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রান করেছে খুলনা।