ধূমকেতু নিউজ ডেস্ক : গত ১০ ডিসেম্বর ফুটবলবিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ১৯৮২ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি।
শনিবার ইতালির উত্তর–পূর্বাঞ্চলীয় শহর ভিচেনৎসার এক গির্জায় তার শেষকৃত্য হয়েছে।
ইতালির রাই টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে রসির শেষকৃত্য অনুষ্ঠান।
আর এমন দিনে সদ্য প্রয়াত রসির তুসকানি অঞ্চলের বাড়িতে ঘটল চুরির ঘটনা।
আনসা নিউজ এজেন্সিসহ ইতালির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, তুসকানির ফ্লোরেন্স এলাকায় একটি ফার্ম হাউস রয়েছে পাওলো রসির। সেখানে পরিবারসহ থাকতেন রসি। ওই ফার্ম হাউসে একটি অর্গানিক ফার্মিং কোম্পানিও রয়েছে রসির পরিবারের। শনিবার রসির পরিবার ও বন্ধুবান্ধবরা যখন ভিচেনৎসার তার শেষকৃত্য নিয়ে ব্যস্ত, সেই সময়ে ফ্লোরেন্সের ওই ফার্ম হাউসে চুরির ঘটনা ঘটে।
প্রয়াত স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে রসির স্ত্রী ফেদেরিকা কাপেলেত্তি ভিচেনৎসা থেকে ফিরে দেখেন তার বাড়িঘরের আসবাব এলোমেলো হয়ে আছে।
স্থানীয় পুলিশের কাছে ফেদেরিকার দাবি, রসির একটি দামি ঘড়ি ও কিছু টাকাসহ আরও অনেক কিছু নিয়ে গেছে চোর।
বিষয়টির তদন্তে নেমেছে ইতালীয় পুলিশ।
প্রসঙ্গত, ১৯৮২ স্পেন বিশ্বকাপে ইতালিকে প্রায় একাই চ্যাম্পিয়ন করিয়েছিলেন জুভেন্টাস ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার পাওলো রসি। ওই আসরে ৬ গোল করে জিতে নিয়েছিলেন গোল্ডেন বুট ও গোল্ডেন বল। ব্রাজিলের বিপক্ষে ইতালির ৩-২ ব্যবধানে জেতা ম্যাচে আজ্জুরিদের হয়ে তিনটি গোলই করেছিলেন রসি। এর পর ইতালিকে ফাইনালে তুলেছিলেন পোল্যান্ডের বিপক্ষে সেমিতে জোড়া গোল করে। ’৮২ বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। প্রথম গোল ছিল রসির। ব্যালন ডি’আর জিতেছিলেন বিশ্বকাপ জয়ের বছর।
১৯৭৭ থেকে ১৯৮৬ পর্যন্ত ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেন রসি। জুভেন্টাসের হয়ে ৮৩ ম্যাচে ২৪ গোল রয়েছে তার। ক্লাব ফুটবলে ৩৩৮ ম্যাচে ১৩৪ গোল করা রসি দুবার সিরিএ এবং একবার ইউরোপিয়ান কাপ জিতেছেন।