ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র লাইনআপ ঠিক হয়ে গেল। যাতে লিওনেল মেসির বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নেইমারের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। রিয়াল মাদ্রিদ নকআউটে পেয়েছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ আটালান্টাকে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস পড়েছে পোর্তোর বিপক্ষে।
সোমবার সুইজারল্যান্ডের নিওঁতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল’র ড্র অনুষ্ঠিত হয়। যাতে চেলসি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ম্যানচেস্টার সিটি বরুশিয়া মনশেনগ্লাডবাখ, বায়ার্ন মিউনিখ লাৎসিও, বরুশিয়া ডর্টমুন্ড সেভিয়া আর লিভারপুল লড়বে লাইপজিগের বিপক্ষে।
তবে সব লড়াই ছাড়িয়ে মূল আলোচনা বার্সা-পিএসজি ম্যাচ নিয়েই। ২০১৭ সালের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। যেখানে দুই পুরনো সতীর্থ লিওনেল মেসি ও নেইমারেরও দেখা হতে যাচ্ছে।
আগামী বছরের ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে। ৯, ১০, ১৬ ও ১৭ মার্চ দ্বিতীয় লেগ মাঠে গড়াবে।
শেষ ষোলর লাইনআপ :
ম্যানচেস্টার সিটি-বরুশিয়া মনশেনগ্লাডবাখ
বায়ার্ন মিউনিখ-লাৎসিও
চেলসি-অ্যাটলেটিকো মাদ্রিদ
লিভারপুল-লাইপজিগ
জুভেন্টাস-পোর্তো
পিএসজি-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-সেভিয়া
রিয়াল মাদ্রিদ-আটালান্টা
এমএমআর/এমকেএইচ