ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস পেঞ্চাক সিলাত প্রতিযোগিতা-২০২৪।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক এ এস এম তাহমিদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত প্রকৌশলী এবং রাজশাহী পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের সহ সভাপতি ও প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইমরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সমাজসেবক শরিফুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক ও সমাজসেবক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল।
এসময় পেঞ্চাক সিলাত এসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসিয়ান অলিম্পিক কাউন্সিল ক্লাব থেকে অনুমোদিত এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের আওতাভুক্ত ক্লাবটির দিনব্যাপী এই আয়োজনে রাজশাহীর মোট ৭টি ক্লাব থেকে ৭টি ইভেন্টে প্রায় ৬০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আগামীতে এই মার্শাল আর্টটিকে সরাসরি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অনুমোদনের সাপেক্ষে এবং বাংলাদেশ অলিম্পিক কাউন্সিলের আদেশে কাজ করার প্রত্যাশা করেন আয়োজকরা।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew