ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে নিয়ামতপুরে তিনদিন ব্যাপি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৩ জানুয়ারী বিকেলে উপজেলার রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের আয়োজনে রামাপাড়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা উদ্বোধন করেন নিয়ামতপুর সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী মোঃ নাছিম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, আদিবাসী সমন্বয় পরিষদের নেতা দয়াল রবিদাস। খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের সভাপতি রতিকান্ত রবিদাসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিয়ামতপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর দিগন্ত প্রসারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেসবাউল হক বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘের সদস্য অরুন কুমার।
ফাইনাল খেলায় নাটোরের এসএফসি ক্লাব ১-০ গোলে রামাপাড়া তরুন উন্নয়ন যুব সংঘ কে পরাজিত করে। বিজয়ী দলকে নগদ ১২ হাজার টাকা, বিজীত দলকে নগদ ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ৩ হাজার ৫শ টাকা এবং ৪র্থ স্থান অধিকারীকে ৩ হাজারকে প্রদান করা হয়। গোল দাতাকে সরদার ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে একটি অডিও ভিডিও মোবাইল সেট উপহার প্রদান করা হয়।