ধূমকেতু প্রতিবেদক, স্পোর্টস : চীনের টিয়ানরান ডোং এর সাথে সাড়ে তিন ঘন্টা হাড্ডাহাড্ডি লড়াই করে অবশেষে ১-২(৪-৬,৬-২ ও ৪-৬) সেটে পরাজিত হয়ে কোয়াটার ফাইনালে উঠতে ব্যর্থ হলেন বাংলাদেশের মেয়ে সুমাইয়া আকতার। প্রথম সেটে ৪-৬ গেমে হারার পর দ্বিতীয় সেটে ঘুড়ে দাঁড়ার সুমাইয়া।
দ্বিতীয় সেটে ৬-২ এর ব্যবধানে সেট জেতার পর তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে যাওয়ার পর সুমাইয়া পর পর দুই দুটি ব্রেক পয়েন্ট লস করে। এর পর থেকেই চীনের টিয়ানরান ডোং খেলায় পূর্ণ শক্তি নিয়ে ম্যাচে ফিরে আসলে ৪-৬ গেমে তৃতীয় সেট হারলে টুর্ণামেন্ট থেকে ছিটকে যায় ঝালকাটির মেয়ে সুমাইয়া আকতার।
আজ মঙ্গলবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ ওয়ার্ন্ড টেনিস জুনিয়ার টুর্ণামেন্টে দ্বিতীয় রাউন্ডে বালক একক, বালিকা একক, বালক দৈত ও বালিকা দৈত মিলে মোট ২৪ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বালিকাদের এককে বাংলাদেশের সুমনা বক্সি, মালিহা ইসলাম, সুমাইয়া আক্তার ও হালিমা জাহান দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয়।
সকাল ৮টা থেকে বালিকাদের একক খেলাগুলি অনুষ্ঠিত হয়। ভারতে ইয়াসিতা ইরিতি সরাসারি ২-০ (৬-২,৬-০) সেটে বাংলাদেশের সুমনা বক্সিকে, চীনের জিজি ইয়াং সরাসরি ২-০(৬-০,৬-০) সেটে মালিহা ইসলামকে, চীনের টিয়ানরান ডোং ২-১ (৬-৪,২-৬,৬-৪) সেটে বাংলাদেশের সুমাইয়া আকতারকে, চীনের হানিউ ওয়ান সরাসরি ২-০(৬-৪,৬-১) সেটে মালদ্বীপে নাবা নিশানকে, ভারতে তামান্না নায়াার সরাসরি ২-০ (৬-৩,৬-৪) সেটে টপ সিট ওয়ান জাপানের হারু ইশিদাকে, টপ সিট টু মালদ্বীপের আরা আসরা আজিম সরাসরি ২-০(৬-০,৬-২)সেটে চীনের জিকান ইয়ানকে, ভারতে তানিচা ভাটিয়াগার সরাসরি ২-০ (৬-৪-৬-১) সেটে থাইল্যান্ডের নাথিদা খুপাংসাকোরনকে এবং ভারতের শানভি রেড্ডি সরাসরি ২-০(৬-৩,৬-২) সেটে বাংলাদেশের হালিমা জাহানকে পরাজিত করে কোয়াটার ফাইনালে পৌছে যায়।
এছাড়াও বালক এককে ভারতের নীভ রবি কুঠারী সরাসরি ২-০ (৬-০,৬-১) সেটে থাইল্যান্ডের চানাপাত পিসুথারনাকে ও থাইল্যান্ডের আরিয়া ফুল লিকুল সরাসরি ২-০ (৬-০,৬-৩) সেটে বাংলাদেশের খাব্বু গায়েনকে পরাজিত করে কোয়াটার ফাইনালে স্থান করে নেয়।