ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামে ব্যাটিংবান্ধব উইকেটে প্রথম দিনটি ভালোভাবে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
২৪২ রানের মধ্যে স্বাগতিকদের ৫ উইকেট পড়ে যায়। আহামরি বোলিং না করেও সফল উইন্ডিজ বোলাররা।
শুধু নিয়ন্ত্রিত বল করে এখন পর্যন্ত বাংলাদেশ দলের ৪ উইকেট শিকার করেছেন উইন্ডিজ বাঁহাতি অর্থডক্স স্পিনার জোমেল ওয়ারিক্যান। অথচ বাংলাদেশের ভয় ছিল রাহকিম কর্নওয়ালকে নিয়ে। তাকে সিলেবাসে অন্তর্ভুক্ত করে পড়াশোনা করেছেন মুমিনুলরা। কিন্তু পরীক্ষায় এলো ওয়ারিক্যান।
প্রথম দিনে টাইগারদের ৪ উইকেট শিকার করেছেন ওয়ারিক্যান।
আজ দ্বিতীয় দিনেও নিজের জাত চেনাতে চান ওয়ারিক্যান। টাইগারদের দ্রুত অলআউট করে আজই নিজেদের ব্যাটিং ইনিংস শুরু করতে চান এ স্পিনার।
প্রথম দিনের খেলা শেষে ওয়ারিক্যান বলেন, লাইন-লেন্থে বোলিং করে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানিয়েছি। যত দ্রুত সম্ভব দ্বিতীয় দিনে বাংলাদেশকে অলআউট করা যায়, সেই চেষ্টা করব। ভালো দিন গেল। আমি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছি। আশা করছি, দ্বিতীয় দিনে আরও বেশি উইকেট নিয়ে দলকে সাহায্য করব। তাদের ৩০০ রানের মধ্যে অলআউট করার লক্ষ্য থাকবে।’
তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করতে ভোলেননি ওয়ারিক্যান।
বললেন, স্পিন খুব ভালো খেলে বাংলাদেশ। অবশ্য উইকেটেও স্পিনারদের তেমন সহায়তা ছিল না। তবে তারা ভালোই খেলে যাচ্ছে। শেষ সেশনটা আমাদের ভালো যায়নি। তার আগে রান ভালোভাবেই আটকে রেখেছিলাম।
এখন পর্যন্ত ২৯ ওভার করে ৭২ রানের খরচায় ৪ উইকেট নিয়েছেন জোমেল ওয়ারিক্যান। কিন্তু সফরের শুরু থেকে আলোচনায় থাকা ও প্রস্তুতি ম্যাচের ৫ উইকেট শিকারি রাহকিম কর্নওয়াল এখন অবধি উইকেটের খাতা খুলতে পারেননি। ২২ ওভার করে ৫৬ রান দিয়েছেন তিনি।