ধূমকেতু নিউজ ডেস্ক : ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে ধবলধোলাইয়ের সমালোচনাকে ছাপিয়ে গেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের আইপিএল খেলার বিষয়টি।
এপ্রিলে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ বাদ দিয়ে সাকিব কেন আইপিএলকে বেছে নিলেন- বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় বইছে।
বিসিবির কর্মকর্তাদের মতো বাংলাদেশ ক্রিকেটের কয়েকজন সাবেক তারকাও সাকিবে বিপক্ষে দাঁড়িয়েছেন।
তবে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে পাওয়া গেল সাকিবের পাশেই।
মঙ্গলবার টাইগারদের নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডমিঙ্গো বলেন, ‘কোচ হিসাবে অবশ্যই আমি সাকিবকে সব সময় দলে চাইব। কিন্তু আসল কথা হচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তারই। আবেগে না ভেসে সাকিবের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানানো উচিত আমাদের। কারণ ক্যারিয়ারের এই পর্যায়ে এসে সে এমন সিদ্ধন্ত নিতেই পারে। এ নিয়ে ভাবতেই পারে। তার ক্যারিয়ার, তার জীবিকা- ফলে আমরা এসব বিচার করার কেউ নই।’
নিউজিল্যান্ড সফরে নেই সাকিব। পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন এ সফরের সময়।
সাকিব ছাড়া শক্তিশালী কিইউদের বিপক্ষে কেমন খেলবে টাইগাররা – এমন প্রশ্নে বাংলাদেশ কোচ বলেন, ‘হ্যা অবশ্যই সফরটা বেশ কঠিন হবে। কারণ এই মুহূর্তে নিউজিল্যান্ড দুর্দান্ত ফর্মে আছে। আর সাকিবকে ছাড়া খুব বেশি ওয়ানডে আমরা খেলি না। তার অনুপস্থিতিতে দল অনেকটা ভারসাম্য হারাবে। এজন্য তার জায়গায় একজন অলরাউন্ডার খুঁজে বের করতে হবে শিগগিরই। টেস্টে মিরাজ দেখিয়েছে যে কাজটা সে পারে। কিন্তু আমাদের আরও বিকল্প দরকার।লোয়ার-মিডলঅর্ডারে একজন পাওয়ার হিটার ও ফিনিশার দরকার। এই জায়গাগুলোতে উন্নতি করতে হবে আমাদের।’
এমন সব সীমাবদ্ধতাও নিউজিল্যান্ড সফরে ভালো কিছুর আশা করছেন ডমিঙ্গো।
বললেন, আমি যতদিন বাংলাদেশে আছি, দেখেছি ৫০ ওভারের ফরম্যাট দারুণ উপভোগ করে দলের অধিকাংশ ক্রিকেটার। এটা তাদের গর্বের জায়গা। তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছি।
নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এজন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে সাকিবের অনুপস্থিতিতে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত।