ধূমকেতু নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিটি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার চান টুর্নামেন্টটির ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর।
বৃহস্পতিবার মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে এসে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ অভিমত ব্যক্ত করেন তিনি।
আইপিএলের গত ১৪ বছরের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি একেবারেই কম। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ছাড়া আইপিএলে খেলার সুযোগ পাননি কেউই। ১৪ বার নিবন্ধিত হয়েও নিলামে উপেক্ষিত হয়েছেন দেশসেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
মাহমুদউল্লাহ রিয়াদের মতো ব্যাটিং অলরাউন্ডার ও তামিম ইকবালের মতো ড্যাশিং ওপেনারের প্রতিও আগ্রহ নেই আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর।
ভারতের স্পিনবান্ধব উইকেটের জন্য সুযোগ হয়নি স্পিনার মিরাজ-তাইজুলদেরও।
এ বিষয়ে রাজস্থান রয়্যালসের চেয়ারম্যানের ভাষ্য—স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জোগান দেওয়ার ক্ষেত্রে আইপিএলের জন্য বড় উৎস হতে পারে বাংলাদেশ। আর তাই আইপিএলের প্রতি দলে একজন করে বাংলাদেশি ক্রিকেটার থাকা উচিত।
রঞ্জিত বারঠাকুর বলেন, ‘আমি নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের নাম মুখে নেব না। আমি নিশ্চিত বাংলাদেশে অনেক প্রতিভাবান ও দুর্দান্ত খেলোয়াড় আছে। স্পিন ও ব্যাটিং অলরাউন্ডারের জন্য বাংলাদেশ হতে পারে আইপিএলের মূল উৎস। বাংলাদেশ থেকে যদি আরও ৪-৫ জনকে আমরা নিতে পারি, তবে খুবই ভালো হতো।
চার বিদেশি খেলোয়াড় নেওয়া নিয়ে আইপিএলের নিয়মে বাধা পড়ে রাজস্থান রয়্যালস সেটি করতে পারছে না বলেও জানান বারঠাকুর।
‘পাকিস্তান না থাকার কারণে আমি মনে করি আইপিএলের আটটি দল একজন করে বাংলাদেশি খেলোয়াড় নেওয়া উচিত। এতে আট বাংলাদেশিকে পাওয়া যাবে।’
এর পর পেসার মোস্তাফিজের প্রশংসা করে রঞ্জিত বারঠাকুর বলেন, মোস্তাফিজ খুবই ভালো মানের পেসার। আমরা লক্ষ্য করেছি পেসাররা নতুন ট্রেন্ড হচ্ছে।’
প্রসঙ্গত আইপিএলের ১৪তম আসরে দল পেয়েছেন দুজন বাংলাদেশি তারকা। সাকিবকে তিন কোটি ২৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর মোস্তাফিজকে এক কোটি ভিত্তিমূল্যে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।