ধূমকেতু প্রতিবেদক : শুক্রবার মাষ্টার্স ক্রিকেট কার্নিভালে দুই মাঠে ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী রাইডারের বিরুদ্ধে বরেন্দ্র হিরোজের টুটুল ৪৮ বলে ১০৭ রান করেন।
বি গ্রুপের হাই ভোল্টজ ম্যাচে নর্দান টাইটান কে হারিয়ে ৪ খেলায় ৮ পয়েন্ট নিয়ে বি গ্রুপ শীর্ষে কিংস ইলেভেন সিল্কসিটি। শক্তিশালী রাজশাহী রাইডারকে পরাজিত করে বরেন্দ্র হিরোজ। এ গ্রুপের খেলায় ব্লেজিং বরন্দ্রকে হারিয়ে টানা ৩ খেলায় জয় পেয়েছে রাজশাহী বুলস্। অপর খেলায় রাজশাহী সিক্সসার হারায় রাজশাহী চ্যালেঞ্জারকে।
মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ গ্রুপের প্রথম খেলায় ব্লেজিং করেন্দ্র কে ৮ রানে পরাজিত করে রাজশাহী বুলস। টস জিতে ব্লেজিং বরেন্দ্র প্রথমে বল করার সিদ্ধান্ত নিলে রাজশাহী বুলস্ নিদ্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে। দলের পক্ষে আলম ২৬ রান করেন।
১৬৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে এসে ব্লেজিং বরেন্দ্র ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। দলের পক্ষে রাশেল ৪৯ রান করেন।
এমাঠে দিনের অপর খেলায় রাজশাহী চ্যালেঞ্জারকে ১২ রানে পরাজিত করে রাজশাহী সিক্সসার। টস চ্যালেঞ্জার রাজশাহী সিক্সারকে ব্যাট করার আমন্ত্রন জানালে তারা নিদ্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান করে। দলের পক্ষে শাহীর ২৬ বলে ৪৮ রান করেন।
১৬৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে এসে রাজশাহী চ্যালেঞ্জারের ইনিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রানে থেমে যায়।
মহিলা কমপ্লেক্স মাঠে বি গ্রুপের গুরুত্বপূর্ণ খেলায় নর্দান টাইটানকে ৪ উইকেটে পরাজিত করে কিংস ইলেভেন সিল্কসিটি। টস জিতে কিংস ইলেভেন প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানায় নর্দান টাইটানকে। নিদ্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রন করে নর্দান টাইটান। দলের পক্ষে টনি ২২ বলে ৬২ রান করেন।
১৮১ রানের লক্ষ্য ব্যাট করতে এসে কিংস ইলেভেন ১৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে টানা ৪ খেলায় জয় নিয়ে মাঠ ছাড়ে। দলের পক্ষে টনি ২৮ বলে ৪৫ রান করেন।
একই মাঠে দিনের বি গ্রুপের অপর খেলায় রাজশাহী রাইডারকে ৮৬ রানে পরাজিত করে বরেন্দ্র হিরোজ। টস জিতে ব্যাট করতে এসে বরেন্দ্র হিরোজের টুটুলের ৪৮ বলে ১০৭ রানের সুবাদে নিদ্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান করেন।
২৩৩ রানের বড় টার্গেটৈ ব্যাট করতে এসে রাজশাহী রাইডারের ইনিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে থেমে যায়। দলের পক্ষে ৩৫ রান করেন সুমন।