ধূমকেতু নিউজ ডেস্ক : টেস্টের মতো টি-টোয়েন্টি সিরিজেও ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরেছে ভারতীয় ক্রিকেট দল। তবে পাঁচ ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়ানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে তাদের সামনে।
সেই সিরিজেরই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে তারা। যেখানে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। স্বাগতিকদের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমেছে ইংল্যান্ড।
প্রথম ম্যাচে হারার পর এবার দ্বিতীয় ম্যাচে জোড়া পরিবর্তন এসেছে ভারতের একাদশে। বাদ দেয়া হয়েছে অক্ষর প্যাটেল ও শিখর ধাওয়ানকে। তাদের জায়গায় নেয়া হয়েছে ইশান কিশান ও সূর্যকুমার যাদবকে। এ দুজনেরই আজ আন্তর্জাতিক অভিষেক।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৯৫ ম্যাচে দুই সেঞ্চুরির সাহায্যে ২৩৭২ রান রয়েছে ইশানের নামের পাশে। অন্যদিকে সূর্য কুড়ি ওভারের ক্রিকেটে খেলেছেন ১৭০ ম্যাচ। কোনো সেঞ্চুরি না পেলেও, ঈর্ষনীয় ১৪০ স্ট্রাইকরেটে করেছেন ৩৫৬৭ রান।
অন্যদিকে ইংল্যান্ডের একাদশেও এসেছে একটি পরিবর্তন। গতিতারকা মার্ক উডের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টম কুরান।
ভারত একাদশ: ইশান কিশান, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার এবং ইয়ুজভেন্দ্র চাহাল।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জন বেয়ারস্টো, বেন স্টোকস, ইয়ন মরগ্যান (অধিনায়ক), স্যাম কুরান, টম কুরান, জোফরা আর্চার, ক্রিস জর্ডান এবং আদিল রশিদ।