ধূমকেতু নিউজ ডেস্ক : কোয়ারেন্টাইন সম্পর্কিত বিতর্কের জের ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছে, কোনো শর্ত মেনে তারা শ্রীলঙ্কা সফরে যাবে না। আজ বিকেল সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে নিজেই এ ঘোষণা দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুবিত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা।
কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। মূলতঃ বিসিবির সঙ্গে তারা বিরোধ বাধিয়ে রেখেছে বাংলাদেশ দলের কোয়ারেন্টাইন নিয়ে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা।
এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই আজ মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হলেন তিনি। সেখানেই জানিয়ে দিলেন, ‘শ্রীলঙ্কার দেয়া শর্ত মেনে আমাদের পক্ষে সফরে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়।’
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নাকি বিসিবিকে আরও শর্ত দিয়েছে, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না। বিসিবি সভাপতি আরও বলেন, ‘শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে, সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত রিভিউ করে, তাহলে আমরা পরবর্তী বিবেচনা করবো। কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাবো না।’
শ্রীলঙ্কার শর্ত হলো, ‘বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর কোয়ারেন্টাইনের সময়টাতে হোটেলের রুম থেকেও বের হতে পারবে না।’ বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, ‘তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না। এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি। সে সব জায়গায় তো এমন নেই। তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা জানতে পারছি না! তাহলে সেটা কি?’
বাংলাদেশ দল গিয়ে কোয়ারেন্টাইনে থাকবে ডাম্বুলায়। বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, ‘বাংলাদেশ দল সেখানে গিয়ে থাকবে ডাম্বুলায়। এমন নয় যে কলম্বোয় থাকছে। ডাম্বুলায় থাকা মানে এমনিতেই আইসোলেটেড। এর মধ্যে আবার হোটেলের মধ্যেও রুম থেকে বের হতে পারবে না- এসব দেখেই আমাদের মনে হয়েছে, এখানে ভিন্ন কিছু রয়েছে। আমাদের দলের সঙ্গে এসবের কোনো মিল নেই।’