ধূমকেতু নিউজ ডেস্ক : এবারের লা লিগায় দ্বিতীয় ক্লাসিকো দেখায় অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
শনিবার বাংলাদেশ সময় রাত একটায় মাদ্রিদের আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শুরু হবে এই মহারণ।
এবারের আসরে দুর্দান্ত দাপুটে ম্যাচ খেলছে বার্সেলোনা। লিগে শেষ ১৯ ম্যাচে অপরাজিত তারা; এর মধ্যে টানা ৬টিসহ ১৬টি জয়।
যে কারণে এমন প্রতিদ্বন্দ্বীকে রুখতে বহু ছক কষেই আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ম্যাচটিকে ইতোমধ্যে ‘ অলিখিত ফাইনাল’ হিসেবে ঘোষণা দিয়েছেন রিয়ালের বহু ম্যাচ জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।
কীভাবে মাঠের লড়াইয়ে মেসি-গ্রিজমানদের পরাস্ত করবেন সেই পথ বাতলে দিলেন বেনজেমা।
বেনজেমা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বার্সা কী করবে তাতে মনোযোগ দেওয়ার কিছু নেই। আমরা মাঠে কি করতে সক্ষম সেটাই মূখ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কি কৌশলে খেলব। আমরা যখন তাদের ওপর চাপ দেব তখন সেটা যতটা সম্ভব প্রবল হতে হবে। আর যখন আমরা বল পাব তখন লম্বা সময় এর দখল রাখতে হবে, কারণ বলের পেছনে ছোটা তারা পছন্দ করে না।
সবচেয়ে বেশি জরুরি ম্যাচে গোল করা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে গোল করতে আত্মবিশ্বাসী বেনজেমা।
বললেন, আমার কাছে তো বটেই, সবার কাছেই এটি বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ম্যাচ। এই কারণে এই ম্যাচে গোল করাটা হবে বিশেষ কিছু।
২৯ রাউন্ড শেষে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। আর ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আথলেটিকো মাদ্রিদ।