ধূমকেতু নিউজ ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েলের কাছে হেরে গেছেন অধিনায়ক বিরাট কোহলি। শুনলেই খটকা লাগবে। কীভাবে?
গত আসরের মতো এবার তো আর এই অসি তারকা পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন না। তাকে চড়ামূল্যে কিনে নিয়েছে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
যে দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে কী করে কোহলির প্রতিপক্ষ হন ম্যাক্সওয়েল। রহস্য খোলাসা হবে তখনই, যখন জানা যাবে বিষয়টি মোটেই ক্রিকেটীয় নয়। ব্যক্তিগত ইভেন্টে ম্যাক্সওয়েলের কাছে হেরেছেন কোহলি। আর সেই ইভেন্ট হচ্ছে অভিনয়।
রোববার চিদম্বরমে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরুর (আরসিবি)।
তার আগে দলের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করলেন অধিনায়ক কোহলি।
দলের সবাইকে নিয়ে বিনোদনমূলক অভিনব এক প্রতিযোগিতায় নেমেছিলেন কোহলি।
সেটি ছিল অভিনয় প্রতিযোগিতা। প্রথমে আরসিবি দলকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রত্যেক দলকে একটি করে নাটক করতে বলা হয়।
ক্রিকেটারদের হাতে ধরিয়ে দেওয়া হয় নাটকের স্ক্রিপ্ট। তা রিহার্সাল করে মঞ্চস্থ করেন ক্রিকেটাররা। এতে সবচেয়ে বেশি ভালো অভিনয় করতে পেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার সংলাপগুলো হৃদয় ছুঁয়েছিল বাকি ক্রিকেটারদের।
গ্লেন ম্যাক্সওয়েলকেই সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করেন কোহলি। বলিউডের দুর্দান্ত অভিনেত্রী আনুশকা শর্মা ঘরনী হওয়ার পরও ম্যাক্সওয়েলের কাছে হারতে হলো কোহলিকে।
হাতছাড়া হলো সেরা অভিনেতার পুরস্কার। প্রতিযোগিতাটি অবশ্য মোটেই সিরিয়াস কিছু নয়। এটা এক রকম মজার খেলাও বলা যেতে পারে। যেখানে ক্রিকেটার বা দলের সতীর্থদের মধ্যে মূলত একে অপরের সঙ্গে বন্ধনটা আরও বেশি মজবুত হয় ওঠে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস