ধূমকেতু নিউজ ডেস্ক : হঠাৎ স্থগিত হয়ে গেল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কাপ। আগামী ১৪ থেকে ২০ মে মালদ্বীপের রাজধানী মালেতে হওয়ার কথা ছিল এএফসি কাপের দক্ষিণ এশিয়ান জোনের খেলা।
সে লক্ষ্যে সবরকম প্রস্তুতি সেরে বিমানের টিকিটও কেটেছিল বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। রোববার সন্ধ্যা ৬টায় ছিল ফ্লাইট। ৪৫ জনের বহর নিয়ে বিমানবন্দরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিংসের খেলোয়াড় ও স্টাফরা।
সবার হাতে করোনা নেগেটিভের সার্টিফিকেটও ছিল। কিন্তু তার আগেই উড়ে এলো স্থগিতের দুঃসংবাদ।
সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে খেলা আয়োজন না করতে মালদ্বীপ ফুটবল ফেডারেশনকে অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। সরকারের অনুরোধকে সমীহ করছে এমএফএফ। সেই সিদ্ধান্ত এএফসিকে জানিয়েছে তারা। বাধ্য হয়েই টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এএফসি।